SSC News: 'সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না', মন্তব্য চাকরিহারার
ABP Ananda Live: বিকাশ ভবনে সরকার-চাকরিহারাদের আড়াই ঘণ্টার বৈঠক। 'যোগ্য-অযোগ্যদের তালিকা তৈরি করতে শুরু করেছে কমিশন'। 'আইনি পরামর্শ নিয়ে সম্ভবত ২১ তারিখ সেই তালিকা প্রকাশ'। বৈঠকে এমনই আশ্বাস দিয়েছেন এসএসসির চেয়ারম্যান: চাকরিহারা । 'মিরর ইমেজ নেই, যেটা আছে সেটা সিবিআইয়ের কাছে'। 'আইনি পরামর্শ নিয়ে সম্ভব হলে দেওয়ার আশ্বাস মিলেছে'। আইনি পরামর্শ নিয়েও আশ্বাস মিলেছে বৈঠকে: চাকরিহারা। 'এখন বেতন দেওয়া হবে কিনা, তা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে'। 'কসবায় শিক্ষকদের উপর যা হয়েছে, তাও ঠিক হয়নি বলা হয়েছে'। 'কসবায় কোনও বহিরাগত ছিল না, মিথ্যে অভিযোগ উঠছে'। বিকাশ ভবনে বৈঠক নিয়ে এমনই দাবি চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের।
জঙ্গিপুরের পর আমতলা, ওয়াকফ-বিক্ষোভে ফের আক্রান্ত পুলিশ
জঙ্গিপুরের পর আমতলা, ওয়াকফ-বিক্ষোভে ফের আক্রান্ত পুলিশ। আমতলায় ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্ত দঃ ২৪ পরগনার আমতলা।