SSC News: জীবনের সবচেয়ে বড় বিপদে জীবন গড়ার কারিগরদের পাশে প্রাণ বাঁচানোর কারিগর

ABP Ananda Live: কথায় বলে, বিপদের দিনে যে পাশে থাকে, সেই হল প্রকৃত বন্ধু! জীবনের সবচেয়ে বড় বিপদে প্রাণ বাঁচানোর কারিগরদের পাশে পেলেন জীবন গড়ার কারিগররা। গতকাল রাত থেকেই পানীয় জল, খাবার নিয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের পাশে থাকতে SSC অফিসের সামনে পৌঁছে যান ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফোরামের সদস্যরা। আজ সকাল থেকে এই তীব্র গরমে আন্দোলনকারীদের ORS খাওয়াতে দেখা যায় জুনিয়র ডাক্তারদের। এমনকী অসুস্থ হয়ে পড়া আন্দোলনকারী চাকরিহারা শিক্ষাকর্মীর চিকিৎসার জন্য ছুটে আসেন সিনিয়র চিকিৎসকরাও। 

এসএসসির সঙ্গে বৈঠকেও কাটল না জট। যোগ্য-অযোগ্যের তালিকা প্রকাশিত না হলে চলবে ঘেরাও। একদিন পার, এখনও অবরুদ্ধ এসএসসি ভবন। নেই পর্যাপ্ত শৌচাগার, একবাটি খিচুড়ির জন্যেও লাইন। তীব্র গরমের মধ্যে ধর্নায় চাকরিহারা শিক্ষকরা। ভূস্বর্গে বেড়াতে গিয়ে জঙ্গি হামলায় প্রাণ গেল বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর। স্ত্রী-সন্তানের রক্ষা। বাড়িতে গেলেন অরূপ। ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী। জঙ্গি হানায় রক্তাক্ত কাশ্মীরে মৃত্যুমিছিল। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা, অন্তত ২৮জনের মৃত্যুর আশঙ্কা। এক আইবি অফিসারও নিহত। পর্যটকদের ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে বৈসরণ উপত্যকায় লস্কর জঙ্গিদের হামলা। ২ বিদেশিরও মৃত্যু। পুলওয়ামার পরে পহেলগাঁও। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরের মধ্যেই পুলিশের উর্দিতে পর্যটক খুন। দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মোদির। সৌদি আরব সফর কাটছাঁট করে ফিরছেন ভারতে। প্রধানমন্ত্রীর ফোন পেয়ে শ্রীনগরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক  মুখ্যমন্ত্রীর সঙ্গে। ভারতের পাশে ট্রাম্প। পহেলগাঁওকাণ্ডে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলতে পারেন নরেন্দ্র মোদি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola