SSC News Update: দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা? মিলল সমাধানসূত্র? Teacher Protest

ABP Ananda Live: পরীক্ষা না দিয়ে কীভাবে স্কুলের চাকরিতে বহাল? মিলল রফাসূত্র? বিকেল ৪.৩০: চাকরিহারা শিক্ষকদের সাংবাদিক বৈঠক। বিকাশভবনে চাকরিহারা শিক্ষক-সরকারের দেড় ঘণ্টার বৈঠক। ৩১ মে-র মধ্যে SSC-কে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের। নতুন করে আর পরীক্ষা দিতে নারাজ চাকরিহারা শিক্ষকরা। দেড় ঘণ্টার বৈঠক, সন্তুষ্ট চাকরিহারা শিক্ষকরা? মিলল সমাধানসূত্র? বিকাশভবনে ৬ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষাসচিবের বৈঠক। 'বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। সদর্থক কিনা এখনই বলতে পারছি না', মন্তব্য চাকরিহারার।

পুরীর সমুদ্রে উল্টে গেল সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্পিডবোট ! তারপর...

পুরীর সমুদ্রে উল্টে গেল সস্ত্রীক স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্পিডবোট !  স্পিডবোট থেকে উত্তাল সমুদ্রে পড়লেন সস্ত্রীক CAB সভাপতি !  দেখতে পেয়েই তৎপর লাইফ গার্ডরা, অল্পের জন্য রক্ষা I কীভাবে উল্টে গেল স্নেহাশিসদের স্পিডবোট? তদন্তে ওড়িশা সরকার I

 

রামপুরহাটের পর আজ বোলপুরে মিছিল অনুব্রত মণ্ডলের

রামপুরহাটের পর আজ বোলপুরে মিছিল অনুব্রত মণ্ডলের। বীরভূমের জেলা সভাপতি থাকাকালীন কর্মসূচির ঘোষণা করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বীরভূমে কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতি থাকাকালীন ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার অনুমতি দেন তৃণমূলনেত্রী।

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola