SSC News: চাকরিহারাদের আন্দোলন, অবস্থানমঞ্চে তাদের পাশে শুভেন্দু-সজল | Teacher Protest

ABP Ananda Live: চাকরিহারা শিক্ষকদের পাশে শুভেন্দু অধিকারী। বিকাশভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকেরা।  চাকরিহারা শিক্ষকদের অবস্থানমঞ্চে বিরোধী দলনেতা।

 

জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে: সংগ্রামী যৌথমঞ্চ

এই সরকার আমার আপনার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে আদালতে গেছে নাটক করতে। আবার কোর্টে গেলে হেরে যাবেন। জনগনকে বলব সচেতন থাকুন, ট্যাক্সের টাকা ধ্বংস করে রাজ্য সরকার এসব করছে। সাংবাদিক বৈঠকে মন্তব্য সংগ্রামী যৌথমঞ্চের।

'রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল, সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই। যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই এটা কোনও কথা হতে পারে না। কোমর এমনি ভেঙে গেছে অনেকদিন আগেই। যা বকেয়া টাকা আচে তর ২৫% মিটিয়ে দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। এটা এত্যন্ত আশার কথা, কর্মচারীরা অনেকদিন ধরে ভুগছিলেন, আজ তাঁরা সামান্য কিছু হলেও প্রাপ্যকে স্বীকৃতি দিলেন সুপ্রিম কোর্ট'। বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola