SSC Protest: বিকাশ ভবনের ঘটনার প্রতিবাদের জের, কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের মিছিল | ABP Ananda Live

ABP Aanda Live: গতকাল আন্দোলন করতে গিয়ে যেভাবে চাকরিহারাদের আক্রান্ত হতে হয়েছে, পুলিশ লাঠিচার্জ করেছে তার প্রতিবাদে মিছিল। গতকাল রাতের বিকাশ ভবনের ঘটনার প্রতিবাদে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের মিছিল। SSC ভবন থকে বিকাশ ভবন পর্যন্ত চলবে মিছিল। 

 

'জাতীয় লজ্জার দিন, আর কত নিম্নগামিতা দেখব' শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনায় সরব মোনালিসা

প্রতিবাদী শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সমালোচনার ঢেউ দিকে দিকে। প্রতিবাদ করতে গিয়ে আবারও রক্ত ঝরল শিক্ষকদের। চামড়ায় পড়ল লাঠির আঘাতের দাগ। কেউ কেউ পুলিশের বিরুদ্ধে গোপনাঙ্গে আঘাত করারও অভিযোগ করলেন। এমন এক দিনে সমালোচনার ঝড় বয়ে গেল বিভিন্ন মহল থেকে। 

 মোনালিসা মাইতির বক্তব্য 

তারা সুন্দরী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি এই ঘটনার তীব্র নিন্দা জানালেন। বললেন, 'আমার কাছে এই দিনটা জাতীয় লজ্জার দিন। স্বাধীন ভারতে নিরীহ, অস্ত্রহীন, কর্মহীন শিক্ষকদের লাঠিপেটা করা হচ্ছে,কবে এ ঘটনা আমরা দেখেছি। ভবিষ্যতে দেখতেও চাই না। আমার আবেদন সকলের কাছে, এর তীব্র নিন্দা যেন সমাজের সব স্তর থেকে হয়। পুলিশের মধ্যে গেঞ্জি পরা লোকেরা লাঠি হাতে ঘুরে বেড়াচ্ছে, এরা কারা। এরা কী সেই চটি পরা পুলিশেরই কোনও এক দল, আর কত নিম্নগামিতা আমরা দেখব '

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola