SSC Protest : 'এই পরিকল্পনা হলে এতদিন পুলিশ টিকত ?', পাল্টা আক্রমণে মেহবুব মণ্ডল

ABP Ananda LIVE: কাল এসএসসি ভবন অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে পোস্ট চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের। তার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিধাননগর কমিশনারেটের। 'আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা'। 'পুলিশকে বোমা মারা ও পাথর ছোড়া, আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা'। 'সকেট বোমাও ব্যবহার করা হতে পারে'।অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। 'এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া ২ চাকরিহারা শিক্ষকের কথোপকথন'। দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। 'চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস এসএসসি ভবন অভিযানের অনুমতি চেয়েছেন'।এসএসসি ভবন অভিযানের অনুমতি দেওয়া হয়নি, দাবি বিধাননগর পুলিশের। আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা, দাবি বিধাননগর পুলিশের। পুলিশের অভিযোগ অস্বীকার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের । কাল SSC অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। হিংসাত্মক আন্দোলনের ছক, অডিও প্রকাশ করে দাবি বিধাননগর পুলিশের। অস্বীকার চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola