SSC Protest: পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান | Teacher Protest | Kolkata

ABP Ananda LIVE : পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে আজ নবান্ন অভিযান। আজ যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নর দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি । যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি চাকরিহারা শিক্ষকদের । রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের দাবি চাকরিহারাদের। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবি। 

 

ঠাকুরপুকুরের উদয়ন পল্লিতে জলে ডুবে যুবকের মৃত্যুকাণ্ডে খুনের অভিযোগ পরিবারের। গত শনিবার এখানে জলে ডুবে একজনের মৃত্যু হয়। পরিবারের দাবি, মৃত অমিত ভাণ্ডারী ভাল সাঁতার জানতেন। স্থানীয় সূত্রে খবর, শনিবার বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে বসে মদ খাচ্ছিলেন অমিত। পরিবারের অভিযোগ, মদের আসরে বচসার জেরে অমিতকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। প্রশ্ন উঠছে, দিনে-দুপুরে পাড়ার মধ্যে কীভাবে মদের আসর বসেছিল?  স্থানীয়দের অভিযোগ, এমন হামেশাই ঘটে, পুলিশকে জানিয়ে কাজ হয়নি। প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola