SSC Protest : কসবায় DI অফিসে তাঁকেই লাথি মারে পুলিশ ! কী হয়েছিল গতকাল ? জানালেন আক্রান্ত শিক্ষক

ABP Ananda LIVE : গতকাল কসবায় DI অফিসে চাকরিহারা এক শিক্ষককে পেটে লাথি মারতে দেখা যায় এক পুলিশ অফিসারকে। আক্রান্ত শিক্ষক অমিতরঞ্জন ভুঁইঞা। এদিন শিয়ালদা থেকে ধর্মতলার প্রতিবাদ মিছিলে শামিল হন তিনি। তার আগে গতকালের ঘটনার কথা এবিপি আনন্দকে জানালেন আক্রান্ত শিক্ষক। কী হয়েছিল সেই সময়।

আক্রান্ত শিক্ষক বলেন, "আমাদের হাতে কিছু ছিল না। আমরা সামান্য কয়েকটা দাবি DI অফিসে ক্লিয়ার করতে চাইছিলাম। যেটা কসবায় রয়েছে। আমরা বলতে চাইছিলাম, যোগ্য-অযোগ্য তালিকা আমাদের দিতে হবে। মিরর ইমেজ দিতে হবে। তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, আমাদের কাছে খবর ছিল বিভিন্ন স্কুলে নির্দেশ গেছে যে, ২০১৬-র শিক্ষকদের বেতন হোল্ডে রাখার। আমাদের ঢুকতে দিচ্ছিলেন না। যখন আমরা জোরপূর্বক ঢুকি, মেন গেটের সামনে অবস্থান করি, তখন ওরা কিছুক্ষণের মধ্যেই আমাদের সরে যেতে বলেন। কিন্তু, সরে না গেলে তর্কাতর্কি শুরু হয়। পুলিশ সেই সময় নির্বিচারে লাঠিচার্জ শুরু করে। আমার পায়ে লেগেছে। প্লাস, আমার পেছনে লাথি মেরেছে। কলার ধরার চেষ্টা করেছে। ভিডিও ফুটেজ আছে। দেখে নেবেন। মেরে লাঠি ভেঙে দিয়েছে। তার ফুটেজ অনেক জায়গায় আছে। প্ররোচনা দেওয়ার কোনও পরিস্থিতিই ছিল না। আমরা শিক্ষক...কিছু দাবিদাওয়া নিয়ে গিয়েছি। কেন প্ররোচনা দিতে যাব ? ওরা আমাদের জোর করে চ্যাংদোলা করে যখন সরিয়ে দিতে চাইছেন, লাঠিচার্জ করছেন, তখনই তাড়াহুড়োয় ওই পরিস্থিতি তৈরি হয়। সবচেয়ে ব্যথা বুকে লেগেছে। শুধু আমার নয়, সমগ্র শিক্ষ সমাজের লেগেছে। কারণ, পশ্চিমবঙ্গে শিক্ষকের উপরে পুলিশ লাথি মারছে। এর থেকে লজ্জার কী আছে জানি না। বাঙালি জাতি হিসাবে কোন দিকে যেতে চলেছি ?"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola