SSC Recruitment Case : সিবিআই হেফাজতে পার্থ, আজ কী কী প্রশ্নের মুখোমুখি হতে হবে পার্থকে ?
নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ অন্য কথা বলছে। নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড প্রাক্তন শিক্ষামন্ত্রী। এমনটাই মনে করছে সিবিআই। খবর সূত্রের। নিয়োগ দুর্নীতিকাণ্ডে আজ পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে জেরা করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত বিষয়টি কারা নিয়ন্ত্রণ করত, শিক্ষামন্ত্রী হিসেবে পার্থর ভূমিকা কী ছিল, তিনি না জানলে, কারা জানত, তা নিয়েই জেরা করা হবে পার্থকে।
#ParthaChatterjee #CBI #ED #SSC
Tags :
ABP Ananda News CBI Partha Chatterjee SSC Recruitment ABP Ananda SSC Recruitment Case District