Recruitment Scam: SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম! ABP Ananda Live
ABP Ananda Live: অযোগ্য চাকরিপ্রাপকদের জিজ্ঞাসাবাদ করে, SSC-র নিয়োগ দুর্নীতিতে প্রায় ৩৫ জন নতুন এজেন্টের নাম মিলেছে। তাদের মধ্যে ৩-৪ জন প্রভাবশালী। এমনই দাবি CBI সূত্রে। চুনোপুঁটিদের নিয়ে তো অনেক হল। এবার দুর্নীতির মাথাদের সামনে আনুক কেন্দ্রীয় এজেন্সি। প্রতিক্রিয়া বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।
ফেলো কড়ি, নাও চাকরি। এভাবেই সকুলে খোলামকুচির মতো চাকরি বিক্রির অভিযোগ উঠেছে। তা সে শিক্ষক পদেই হোক, কী অশিক্ষক পদে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, প্রভাবশালীদের দ্বারা পরিচালিত এই চাকরি জালিয়াতির অপারেশন, তৃণমূল স্তরে পরিচালিত হয়েছে এজেন্টদের নেটওয়ার্কের মাধ্যমে... CBI সূত্রে যেরকম দাবি, তাতে জেলায় জেলায়, রন্ধ্রে রন্ধ্রে নিয়োগ দুর্নীতির জাল বিছিয়েছিলেন এজেন্টরা। ২০১৬ সালের SSC-র প্যানেলে অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিত করার কাজ চালাচ্ছে CBI. কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে দাবি, রাজ্যজুড়ে প্রায় ৩০-৩৫ জন নতুন এজেন্টের নাম সামনে এসেছে। CBI সূত্রে দাবি, তাঁদের মধ্যে ৩ থেকে ৪ জন যথেষ্ট প্রভাবশালী। চাকরি বিক্রির টাকা লেনদেন হয়েছিল এই সব এজেন্টদের মাধ্যমে।