SSC Recruitment Scam: এবার চাকরি গেল মুর্শিদাবাদের একটি স্কুলের ১৬ জন শিক্ষকের | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: এবার চাকরি গেল মুর্শিদাবাদের একটি স্কুলের ১৬ জন শিক্ষকের । 'স্কুলে বিজ্ঞান বিভাগ তুলে দিতে হবে' । 'বিজ্ঞান বিভাগের কোনও শিক্ষকই স্কুলে আর নেই' । '২৪ জন শিক্ষক দিয়ে কিভাবে চলবে স্কুল' প্রশ্ন প্রধান শিক্ষকের 

আরও খবর..

বেলাগাম দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গেল হাজার-হাজার শিক্ষকের। কিন্তু অনেকেই বলছেন, গত কয়েক বছরে শিক্ষা নিয়োগ দুর্নীতি এমন পর্যায়ে গেছে, তা আসলে প্রশ্ন তুলে দিয়েছে শিক্ষকদের সামাজিক সম্মান নিয়েই। 

সুপ্রিম কোর্টের নির্দেশে, শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ালেন ২৫ হাজার ৭৫২ জন। পুরো প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগি’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। যে প্রার্থীদের অযোগ্য বলে চিহ্নিত করা যায়নি, তাঁদের নিয়োগ বাতিল হবে।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola