SSC : 'প্রশাসনের সদিচ্ছা নেই', কসবাকাণ্ডের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না অভিজিৎ

ABP Ananda LIVE : 'রাজনীতির উর্ধে উঠে ভদ্র আচরণ চাইছিলাম রাজ্যসরকারের কাছ থেকে। কিন্তু কসবাকাণ্ডে এবং বিভিন্ন জায়গায় নিরস্ত্র চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের উপর যেভাবে অত্যাচার করা হল, আর এই ভদ্রজনোচিত আচরণ করে কোনও লাভ নেই। বুঝে নিতে হবে প্রশাসনের সদিচ্ছা নেই।  বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে চিঠি দেয়া সম্পূর্ণ বাতুলতা', বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

শিক্ষামন্ত্রী বলেন, ''উনি নিজেই আসতে চেয়েছিলেন। তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে বার্তা দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, মিডিয়াকে না বলে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকেই লিখিতভাবে আবেদন করতে পারেন। সেই অনুসারে তাঁরই চিঠি দিতে আসার কথা ছিল। কিন্তু তিনি এলেন না। এ বিষয়ে একটি কবিতার লাইন মনে পড়ে যাচ্ছে...সর্প হইয়া দংশন কর ওঝা হইয়া ঝাড়" ব্রাত্য আরও বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে শিক্ষা দফতর কোনও ভাবেই যুক্ত নয়। উনি এলেন না কেন উনিই বলতে পারবেন। উনি দলীয়ভাবে কোনও বিপদে পড়লেন কি না, দল তাঁকে বারণ করল কি না, সেটা উনিই বলতে পারবেন। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola