Recruitment Scam:SSC কেন নিজেদের কাছে OMR-র মিরর ইমেজ রাখল না তা নিয়েও প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি
ABP Ananda LIVE: আজকের সুপ্রিম কোর্টের (Supreme court)শুনানিতে ফের উঠল OMR মূল্য়ায়নকারী সংস্থা নাইসা ও তাদের বরাতপ্রাপ্ত সংস্থা, ডেটা স্ক্য়ান টেকের প্রসঙ্গ। SSC কেন নিজেদের কাছে OMR-এর মিরর ইমেজ রাখল না তা নিয়েও প্রশ্ন তুললেন প্রধান বিচারপতি। SSC-র অজ্ঞাতসারে কী করে নাইসা, ডেটা স্ক্য়ান টেককে বরাত দিল, উঠল সেই প্রসঙ্গও।