Recruitment Scam: প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি | ABP Ananda LIVE
SSC Recruitment Scam: প্রায় ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ আপাতত বহাল রাখার পর, আজ ফের সুপ্রিম কোর্টে(Supreme court) এই মামলার শুনানি রয়েছে। তার আগে কার্যত ডিগবাজি খেয়ে SSC চেয়ারম্যান দাবি করেছেন, যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব। এবার সর্বোচ্চ আদালতে কী অবস্থান নেবে SSC? আদৌ কি তারা যোগ্য-অযোগ্য চাকরিহারাদের বিভাজন স্পষ্ট করতে পারবে?