SSC Scam: SSC-র নিয়োগে 'দুর্নীতি'র প্রতিবাদ, সল্টলেকে BJP যুব মোর্চার বিক্ষোভ রুখল পুলিশ।Bangla News
Continues below advertisement
SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগে শহরের দু’জায়গায় বিক্ষোভ দেখাল ডিএসও এবং বিজেপি যুব মোর্চা। আজ হাজরা মোড়ে জমায়েত করেন ডিএসও কর্মীরা। তাঁরা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে এগোনোর চেষ্টা করলে সেখানেই পুলিশ আটকে দেয়। এই সময় পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় এসইউসি-র ছাত্র সংগঠনের কর্মীদের। পুলিশ ২৫-৩০ জন ডিএসও কর্মীকে আটক করে। সল্টলেকে SSC অফিসের সামনে আজ বিক্ষোভ কর্মসূচি নিয়েছিল বিজেপি যুব মোর্চা। কিন্তু করুণাময়ীতে বিজেপি যুব মোর্চার কর্মীরা জড়ো হতে শুরু করার মাত্রই পুলিশ হস্তক্ষেপ করে। বিধাননগর উত্তর থানার পুলিশ বিক্ষোভকারীদের আটক করে নিয়ে যায়।
Continues below advertisement
Tags :
BJP ABP Ananda CBI Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ DSO CHC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Scam সিবিআই SSC-র নিয়োগে দুর্নীতি বিজেপি যুব মোর্চার বিক্ষোভ