CBI: চন্দন মণ্ডলকে রাতভর জেরা করেছে সিবিআই
রাজ্য সরকারের গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারের পর, বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে রাতভর জেরা করেছে সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গ্রুপ সি পদে শতাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিয়েছিলেন রঞ্জন ওরফে চন্দন। সেই টাকা কাদের দিয়েছিলেন? তাতে রঞ্জন কতটা লাভবান হয়েছিলেন, জানতে চাইছে সিবিআই।পাশাপাশি, সিবিআইয়ের দাবি, SSC উপদেষ্টা কমিটির ৩ সদস্যের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের। সেই সদস্যদের কাছেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ সরাসরি পৌঁছে দিতেন রঞ্জন ওরফে চন্দন। কার মাধ্যমে এই যোগাযোগ তৈরি হয়েছিল?জানতে বাগদার রঞ্জনকে জেরা করছেন সিবিআই অফিসাররা। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, রঞ্জন ওরফে চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের তথ্য মিলেছে। এই টাকা কোথা থেকে এল, তা জানতে চাওয়ার পাশাপাশি, রঞ্জন ওরফে চন্দনের আত্মীয় ও ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও সিবিআইয়ের স্ক্যানারে। গ্রুপ সি ছাড়াও, শিক্ষক বা অন্য কোনও নিয়োগে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের (Chandan Mandal) ভূমিকা রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা।