SSC Scam: SSC দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল CBI।Bangla News
দু’দিন ধরে তল্লাশি চালিয়ে SSC দফতর থেকে প্রচুর নথি, ফাইল ও ৮-১০টি হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করল সিবিআই। এমনটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। এর আগেই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই ওই দফতর সিল করে দিয়েছিল। সূত্রের খবর, শনি ও রবিবার সিল খুলে সিবিআই অফিসাররা তল্লাশি চালান। এই প্রথম SSC দফতরের নথিপত্র বাজেয়াপ্ত করল সিবিআই। সূত্রের খবর, এরপর হার্ড ডিস্ক ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
Tags :
CBI Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Scam সিবিআই কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি SSC Office Seiged