SSC Scam: SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, ED’র পর এবার চার্জশিট দিল CBI
SSC’র নিয়োগ দুর্নীতি মামলায়, ED’র পর এবার চার্জশিট দিল CBI। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায়, গ্রুপ C’র নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর আদালতে চার্জশিট জমা দেওয়া হল। CBI’এর চার্জশিটে নাম রয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বেআইনিভাবে চাকরি পাওয়া ১০ জন-সহ ১৬ জনের।