SSC Scam : তালা ভেঙে ঢুকে ইডির তল্লাশি। মানিক ঘনিষ্ঠের সংস্থায় নথি-তথ্য উদ্ধার। Bangla News
Continues below advertisement
নিয়োগ দুর্নীতি মামলায় এবার নজরে মানিক ভট্টাচার্যর ঘনিষ্ঠের নামে থাকা টিচার্স ট্রেনিং সেন্টার। সেই সূত্রেই এদিন উত্তর ২৪ পরগনার মহিষবাথানে ইডি-র হানা। সূত্রের খবর, এই এলাকায় মানিক ভট্টাচার্যর এক ঘনিষ্ঠের নামে ভাড়া নেওয়া টিচার্স ট্রেনিং সেন্টার চালানো হত। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির সঙ্গে এই প্রশিক্ষণ কেন্দ্রের যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণেই অভিযান। এদিন সকাল সোয়া ৮টা নাগাদ মহিষবাথানে যান ইডি-র অফিসাররা। প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকায় চাবির অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা। তালা ভাঙতে নিয়ে আসা হল চাবিওয়ালাকে।
Continues below advertisement
Tags :
ED SSC SSCScam ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda BanglaNews ManikBhattacharya