SSC Scam: 'SSC-র দুর্নীতিতে টাকার বিনিময়ে চাকরি বিক্রি ?', CBI-র কাছে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর

ABP Ananda LIVE : 'SSC-র দুর্নীতির চার্জশিটে CBI লিখেছিল, চাকরি বিক্রি হয়েছে'। 'টাকার বিনিময়ে চাকরি কিনা সেটা জানা সিবিআইয়ের পক্ষে খুব কষ্টকর হবে না'। সিবিআইয়ের কাছে জানতে চাইলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

 

 

Iran-Israel Conflict: ট্রাম্পের ঘোষণাই সার ! সংঘর্ষবিরতি লঙ্ঘন করায় এবার ইরানে 'জোরদার হামলার' হুঙ্কার ইজরায়েলের !

কোথায় সংঘর্ষবিরতি ? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘর্ষবিরতির কথা ঘোষণা করার পরেও, ইরান মিসাইল ছুড়েছে। সেই ক্ষেপণাস্ত্রে ধূলিসাৎ হয়ে গেছে বিল্ডিং কমপ্লেক্স। তারপরও উভয় দেশকে সোশাল মিডিয়ায় বার্তা দিয়ে ট্রাম্প লিখেছেন, 'এখন থেকে সংঘর্ষবিরতি কার্যকর, কেউ লঙ্ঘন করবেন না।' কিন্তু, কোথায় কী ? ইরানের হামলার পাল্টা "জোরদার জবাব" দেওয়ার ঘোষণা করে দিল ইজরায়েলও। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেছেন, "আমি ইজরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছি যে তারা যেন ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত শাসকগোষ্ঠীর টার্গেটে শক্তিশালী হামলা চালায়।"

তবে ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার পর তেহরানের পক্ষ থেকে কোনও মিসাইল ছোড়া হয়নি। ইরানের সুপ্রিম সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ থেকেও একটি বিবৃতি জারি করে বলা হয়, ইসলামিক রিপাবলিকের বাহিনী ইজরায়েলকে এককভাবে সংঘর্ষবিরতির কথা ঘোষণা করতে "বাধ্য করেছে"। এর পাশাপাশি তারা সতর্ক করে দিয়ে বলে, নতুন করে যে কোনও ধরনের আগ্রাসনের জবাব দিতে চূড়ান্ত সতর্কতা জারি রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola