SSC Scam: পার্থ-অর্পিতা মামলায় তদন্তকারী অফিসারদের প্রাণ সংশয় আছে, কোর্টে দাবি ইডির

Continues below advertisement

পার্থ-অর্পিতার হেফাজতের আর্জি ইডির, শুনানি শেষ, রায়দান স্থগিত, পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য ইডির বিশেষ আদালতে আর্জি, কম সময়ের ইডি হেফাজতের আবেদন অর্পিতার আইনজীবীর, পার্থর ১৪ দিন, অর্পিতার ১৩ দিনের হেফাজত চেয়ে সওয়াল ইডির, ‘১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, ২০ কোটি টাকা খুঁজে বার করা হয়েছে’, ‘এসএসকেএম হাসপাতালে ইডির অফিসারদের হুমকি দেওয়া হয়েছে’, ‘যা ইচ্ছা তাই করব, এই হাসপাতাল আমার, হুমকি দেন পার্থ’, ভিডিও রেকর্ডিং আছে, প্রয়োজনে পেশ করব, অভিযোগ ইডির, ‘পার্থ ও অর্পিতার নামে একাধিক জায়গায় যৌথ সম্পত্তি আছে’, ‘অর্পিতার সঙ্গে পার্থর মোবাইলে যোগাযোগ থাকত’, পার্থ-অর্পিতাকে সামনাসামনি বসিয়ে জেরা করার আবেদন ইডির। ‘রবিবার আদালত থেকে যাওয়ার পথে ইডির কনভয়ে দুর্ঘটনায় পড়ে’, তদন্তকারী অফিসারদের প্রাণ সংশয় আছে, কোর্টে দাবি ইডির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram