SSC Scam: বিনা আবেদনেই চাকরির 'সুপারিশপত্র'! SSC দুর্নীতি মামলায় CBI-র হাতে নতুন তথ্য।Bangla News
Continues below advertisement
SSC দুর্নীতি মামলায় মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য পেল সিবিআই (CBI)। সূত্রের খবর, আবেদন না করেই চাকরির সুপারিশপত্র পাওয়ার অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে। সিবিআইয়ের দাবি, গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা ৩৮১-র বেশি। চাকরিপ্রার্থীরা স্কুলে যোগ দিতে গেলে তাঁদের শিক্ষক অথবা পরিচালন সমিতির বাধার মুখে পড়তে হয়। সেক্ষেত্রে রাজনৈতিক অথবা প্রশাসনিক প্রভাব খাটিয়ে স্কুল কর্তৃপক্ষকে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগও সামনে এসেছে বলে সিবিআই সূত্রে দাবি। গত কয়েকদিন ধরে স্কুল সার্ভিস কমিশনের অফিসে তল্লাশি চালায় সিবিআই। সোমবার থেকে মামলাকারীদের নথি সংগ্রহের কাজ শুরু করেছে তারা।
Continues below advertisement
Tags :
ABP Ananda CBI ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Update SSC Scam সিবিআই SSC Controversy SSC দুর্নীতি মামলা