SSC Scam: চাকরিহারাদের একাংশের SSC অফিস-অভিযান ঘিরে তৈরি হল নাটকীয় পরিস্থিতি
ABP Ananda LIVE: চাকরি বাঁচাতে এখনও মরিয়া চেষ্টা চালাচ্ছেন যোগ্য় চাকরিহারারা! আজও SSC-র দফতর অভিযানের ডাক দিয়ে, পথে নামেন যোগ্য়দের একাংশ! তার মধ্য়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে আটক করার চেষ্টার অভিযোগ ঘিরে তুলকালাম বাধে করুণাময়ী মেট্রো স্টেশনে। আজ সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে জমায়েতের কথা বলা হয়। সকাল থেকেই মেট্রো স্টেশন চত্বর ছিল পুলিশে ছয়লাপ। এরপর সুমন বিশ্বাসের খোঁজে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকে পড়ে পুলিশ। ফেসবুক লাইভের ভিডিও-তে দেখা গেছে সেই দৃশ্য়। শেষমেশ অবশ্য় সুমন বিশ্বাসকে আটক না করেই মেট্রো স্টেশন থেকে ফিরে যায় পুলিশ। চাকরিহারা সুমন বিশ্বাস অভিযোগ করেছেন, "আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরছে। আমার কলার ধরেছে। আমার মোবাইল ভেঙে দিয়েছে। আমি গতকাল ভরদুপুরে পালিয়ে এসেছি একটা ধুতি পরে, পালিয়ে এসেছি। ১০ কিমি হেঁটে এসেছি দুপুরের রোদে। তারপর সাইকেল চালিয়ে এসেছি। কারণ, বাইরে বেরোলেই পুলিশ ধরবে।" আজ আচার্য সদনে SSC-র চেয়ারম্যানের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করেন সুমন বিশ্বাসরা।