SSC Scam : নিয়োগকাণ্ডে তোলা টাকার পুরোটাই নিয়েছে অন্য ব্যক্তিরা, সেই ব্যক্তিরা কারা? Bangla News
১০ শতাংশ কমিশন বাদে, নিয়োগকাণ্ডে (SSC Scam) তোলা টাকার পুরোটাই নিয়েছে অন্য ব্যক্তি বা থার্ড পার্সনসরা (Third Person)। জেরায় ধৃত যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষ (Kuntal Ghosh) এমনই জানিয়েছেন বলে আদালতে দাবি করেছে ইডি। কিন্তু সেই ব্যক্তিরা কারা? এই থার্ড পার্সনসরাই কি প্রভাবশালী? উঠছে প্রশ্ন। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।