SSC Scam: শেষমুহূর্তে কর্মসূচি স্থগিত, সোমবার হচ্ছে না বঞ্চিত চাকরিপ্রার্থী ঐক্যমঞ্চের নবান্ন অভিযান
ABP Ananda Live: নবান্ন অভিযানের সিদ্ধান্ত আপাতত স্থগিত করল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ। যদিও, ২১ এপ্রিল অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা, যাঁরা নিজেদের যোগ্য বলে দাবি করছেন, সেই শিক্ষক-শিক্ষিকারা SSC অভিযানের ডাক দিয়েছেন। এদিকে, বেতন বঞ্চনার অভিযোগে ২১, ২২, ২৪, ২৫ এপ্রিল লাগাতার ৪ দিন রাজ্যজুড়ে সকুল বয়কটের ডাক দিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।
'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে, অ্যাকশন চাই', হুঙ্কার শুভেন্দুর, বললেন, 'হিন্দু বাঁচাও, মমতা ভাগাও'
শুভেন্দুর কথায়, 'রাজ্যকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী সরলেই আবার ফিরবে আতঙ্ক। মুর্শিদাবাদ থেকে পালিয়ে এসেছেন ১০ হাজার হিন্দু। সাংবিধানিক সংস্থাগুলিকে শুধু দেখলেই হবে না। আমরা চাই শুধু অ্যাকশন। এদিন হুঙ্কার দিয়ে শুভেন্দুর বক্তব্য, 'বৈষ্ণবনগরের ক্যাম্পকে ডিটেনশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। বলছে বাড়ি ফিরে যাও, ফিরবে কোথায়, সব পুড়িয়ে দিয়েছে। তৃণমূলের বিধায়ক, পুরপ্রধানের নেতৃত্ব সব পুড়িয়ে দিয়েছে। সিদ্দিকুল্লারা হিন্দুশূন্য করতে চায়'।
আরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, '৩৩ শতাংশ এক করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ-চন্দন দাসের সঙ্গে ওয়াকফের কী সম্পর্ক? সম্পর্ক একটাই ভোটব্যাঙ্ক, ছাব্বিশে ক্ষমতায় ফিরতে হবে। আগে বিক্রি হয়েছে চাকরি, এবার প্রশ্ন বিক্রির পথ খুলে গেছে'।