SSC Case: আপাতত স্থগিত চাকরিহারাদের নবান্ন অভিযান, কী বলছেন তারা?

ABP Ananda Live: আপাতত স্থগিত চাকরিহারাদের নবান্ন অভিযান। আগামী ২১ তারিখ নবান্ন অভিযান করার কথা ছিল চাকরিহারাদের। নবান্ন অভিযানের সঙ্গী হওয়ার জন্য চাকরিহারারা আমন্ত্রণ জানিয়েছিলেন সৌরভ গাঙ্গুলিকে। কেন নবান্ন অভিযান স্থগিত করলেন চাকরিহারারা? কী বলছেন তারা? 

'চাকরি চুরিতে জড়িতদের জামার কলার ধরে আছাড় দিন', দাওয়াই BJP বিধায়কের! মন্তব্য নিয়ে বিতর্ক 

টাকা নিয়ে চাকরি দিয়েছে যারা, দরকারে জল বিছুটি দিয়ে চাবকে মারা হবে তাঁদের। নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে শাসকদলকে বিঁধতে গিয়ে কার্যত হুমকির সুর বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদের গলায়। একইমঞ্চ থেকে আছড়ে মারার নিদান দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা। যদিও, বিজেপির হুমকিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দুর্নীতির জেরে যোগ্যদেরও হকের চাকরি চলে গেছে। টাকা নিয়ে যাঁরা চাকরি বিক্রি করেছেন, তাঁরা অযোগ্যদেরও রাস্তায় বসিয়েছেন, আবার যোগ্যদের জীবনও অন্ধকার করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে এবার সেই চাকরি বিক্রিতাদের টার্গেট করে কৌশলে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বাঁকুড়ার বিজেপি নেতারা।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola