SSC News : OMR-এর স্ক্যানড কপি সার্ভারে না রেখেই নষ্ট হার্ড কপি ! 'যোগ্য' চোখের জলের দায় কার ?

ABP Ananda LIVE : হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, যোগ্য়-অযোগ্য়দের আলাদা করে আদালতে সন্তোষজনক তালিকা দিতে বারবার ব্য়র্থ হয়েছে SSC. পাশাপাশি, সংরক্ষণ করা হয়নি OMR শিট। রাখা হয়নি OMR-এর স্ক্য়ানড কপিও। উল্টে, OMR নষ্ট করার সময়সীমা তিন বছর থেকে কমিয়ে করা হয়েছিল এক বছর। এইসব ঘটনা পরম্পরাকে সামনে রেখে বিরোধীরা দাবি করছে, প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি চলে যাওয়ার দায় রাজ্য় সরকার কোনও ভাবেই এড়াতে পারেনা রাজ্য় সরকার। যদিও মুখ্য়মন্ত্রী আজ দাবি করেছেন, যোগ্য়-অযোগ্য় আলাদা করার জন্য় তাঁদের সুযোগ দেওয়া হয়নি। পাশাপাশি বলেছেন, SSC একটা স্বশাসিত সংস্থা, সরকার এখানে কোনও হস্তক্ষেপ করেনা। পাল্টা বিরোধীদের দাবি, ব্য়াপক হারে দুর্নীতি করে ফেঁসে গিয়ে এখন SSC-র ঘাড়ে দায় ঠেলতে চাইছে সরকার। বাড়িতে ছোট্ট বাচ্চা, বয়স্ক মা-বাবা, কারও পড়াশোনা, তো কারও চিকিৎসার খরচ। আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! কীভাবে শোধ করবেন EMI? কীভাবে সামলাবেন ঋণের বোঝা? বুঝেই উঠতে পারছেন না তাঁরা। আজকের এই পরিস্থিতির জন্য় রাজ্য় সরকারকেই দায়ী করছেন অসহায় চাকরিহারারা। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola