SSC Scam: নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলাকারীদের ইডি অফিসে হাজিরা ।Bangla News
গ্রুপ সি এবং নবম-দশম নিয়োগ দুর্নীতির মামলাকারীরা আজ ইডি অফিসে হাজিরা দিলেন। তাঁদের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, যে মামলা তাঁরা করেছেন, তা কোন প্রমানের ভিত্তিতে এই মামলা তারা করেছেন তা দাখিল করার জন্য ডাকা হয়েছিল।
Tags :
CBI Calcutta High Court ABP Ananda Bengali News ABP Ananda Digital এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Scam সিবিআই কলকাতা হাইকোর্ট এসএসসি দুর্নীতি SSC Office Seized এবিপি আনন্দ