SSC Scam: SSC-র নিয়োগ দুর্নীতি নিয়োগে বাগ কমিটির রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য । Bangla News
SSC-র গ্রুপ C-র প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও তিনশোর বেশি সুপারিশপত্র ছাপানো হয়েছিল। SSC-র তৎকালীন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার নির্দেশে এই কাজ করেছিলেন কমিশনের প্রোগ্রাম অফিসার সমরজিৎ আচার্য। SSC-র নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগের নেতৃত্বাধীন কমিটির রিপোর্টে।
Tags :
ABP Ananda Bengali News ABP Ananda Digital Ajker Bangla Khabar Bengali News Bengali News Live Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Ananda Live এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ SSC Scam Ranjit Kumar Bag SSC Group C Case Bag Committee SSC-র গ্রুপ C