SSC Group C: 'প্যানেল প্রকাশের সময় এসএসসি স্বচ্ছতা বজায় রাখেনি' উল্লেখ রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে।Bangla News

Continues below advertisement

এসএসসি-র গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট পেশ। রিপোর্টে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে ৩৮১ জনকে সুপারিশপত্র দেওয়ার উল্লেখ। ‘৩৮১ জনের মধ্যে ২২২ জনের নাম কোনও প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। এঁরা পার্সোনালিটি টেস্টে অংশ নেননি, কারণ কেউ লিখিত পরীক্ষায় পাস করেন নি’। এসএসসি-র অফিস থেকেই সুপারিশপত্র দেওয়া হয় বলে উল্লেখ, খবর সূত্রের। ‘স্ক্যান সই ব্যবহার করে সুপারিশপত্র দেওয়া হয়’, এই কর্মকাণ্ডে শান্তিপ্রসাদ সিন্হা, সৌমিত্র সরকার যুক্ত ছিলেন, উল্লেখ রিপোর্টে, খবর সূত্রের। ‘শান্তিপ্রসাদ সিন্হা, সৌমিত্র সরকার, অশোক কুমার সাহাদের বিরুদ্ধে এফআইআর করা যেতে পারে। এঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করা উচিত’। রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে উল্লেখ, খবর আদালত সূত্রে। ‘শান্তিপ্রসাদ সিন্হা ভুয়ো সুপারিশপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিতেন। সেই সুপারিশপত্রের ভিত্তিতে নিয়োগপত্র তৈরি করাতেন কল্যাণময়। প্যানেল প্রকাশের সময় এসএসসি স্বচ্ছতা বজায় রাখেনি। পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে তৈরি উপদেষ্টা কমিটি বেআইনি’। রঞ্জিত বাগ কমিটির রিপোর্টে উল্লেখ, খবর আদালত সূত্রে।

"গ্রুপ সি, গ্রুপ ডি তে ‌যে তথ্য উঠে এসেছে  তাতে দেখা গেছে ‌যে কমিটি তৈরি হয়েছিল তা সম্পূর্ণ বেআইনি ছিল। তাঁদের পক্ষ থেকে ‌যে সুপারিশ এসেছিল তা করা ‌যায় না, এর কারণে ক্রিমিনাল ও সিভিল অ্যাক্টে মামলা করা হয়েছে। আইনজীবীদের পক্ষ থেকে সিবিআই (CBI) তদন্তের আর্জি জানানো হয়েছে। ১৮ তারিখ রায়দান।", বললেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram