SSC: ৬৬৩ দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি, অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন
নবম দশম শ্রেণির শিক্ষক পদে যাঁরা বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন, তাঁদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। স্কুল বেছে নেওয়ার জন্য ৬৫ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থীও রয়েছেন। ওয়েটিং লিস্ট থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর স্কুল সার্ভিস কমিশন সূত্রে।
Tags :
Job ABP Ananda Cbi ABPAnandaLive BanglaNewsLive ABPAnandaBengaliNews ABPAnandaDigital ABPAnanda Ssc Scam BanglaNews Bangla News Abp Ananda Live Sc Counselling