SSC News:'আমি যে যোগ্য আর কীভাবে প্রমাণ করব?' মন্তব্য চাকরিহারা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপারের
ABP Ananda Live: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের টপার, রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন, তাঁকে নাকি এই দুর্নীতির জন্য তাঁর চাকরি চলে যাচ্ছে। 'আমি যে যোগ্য আর কীভাবে প্রমাণ করব? আমার বাবা-মা আমা ওপর নিরর্ভরশীল। আজকের পর থেকে জানি না আমার সঙ্গে কী হবে? এই খবর পেয়ে আমি প্রচণ্ড ভেঙে পড়েছি। আমি বিশ্ববিদ্যালয়ের টপার, অবশ্যই আমি যোগ্য। আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার করেছি। বিশ্ববিদ্যালয়ের টপার, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি'। বললেন চাকরিহারা।
'শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক...', চাকরি বাতিল-ইস্যুতে পোস্ট দেবাংশুর
সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল। রায়ের প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় পোস্ট দেবাংশু ভট্টাচার্যের। 'পেয়াদার তাড়া খেয়ে একটা গ্রামে কয়েকটা বদমায়েশ ঢুকে পড়েছিল গা ঢাকা দিতে। অত লোকের মাঝে ওদের খুঁজি কীভাবে? আর, খুঁজেই যদি না পাই, তবে গর্দান নেব কীভাবে? শেষমেষ সিদ্ধান্ত হল, গোটা গ্রামে আগুন লাগানো হোক। ভিতরে লুকিয়ে থাকা বদমায়েশগুলো নিশ্চয়ই মারা পড়বে।' দেবাংশুর পোস্টের পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত।