SSC Update: 'সরকারের যদি সদিচ্ছা থাকত, তাহলে যোগ্য-অযোগ্য আলাদা করে...' বললেন চাকরিহারা
ABP Ananda Live: এবার গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য় সরকার। ভাতায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিন্হা নির্দেশ নামায় স্পষ্টই বলেছেন, 'যখন দেশের সর্বোচ্চ আদালত কোন নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে জানায়, তখন সেই দুর্নীতির কারণে যারা সুবিধা পেয়েছে, তাদের সরকারি কোষাগার থেকে কোনও সাহায্য করা উচিত নয়।' এই প্রেক্ষাপটে চাকরিহারারা সরাসরি রাজ্য় সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলছেন। তাঁদের সাফ কথা, 'সরকারের যদি সদিচ্ছা থাকত, তাহলে যোগ্য-অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্য এই ব্যবস্থা করতে পারত। তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারত।' রাজ্য় সকারের প্রতি চাকরিহারাদের এই ক্ষোভকে হাতিয়ার করেছে বিরোধীরাও। পাল্টা তৃণমূলও যুক্তি খাড়া করেছে।
আরও খবর,
তবে আজ প্রথম নয়, এর আগেও, কখনও বিচারপতি অমৃতা সিনহা, কখনও বিচারপতি রাজাশেখর মান্থাকে আক্রমণ করেছেন কুণাল ঘোষ।