Kunal Ghosh On Teachers Protest: ক্যামেরা দেখে নাটক বলে আন্দোলনকারীদের তীব্র কটাক্ষ কুণালের

ABP Ananda Live: নাটক বলে আক্রান্ত শিক্ষকদের আক্রমণে ববি, আরও চড়া সুরে কুণাল। ক্যামেরা দেখে নাটক বলে আন্দোলনকারীদের তীব্র কটাক্ষ কুণালের । 'অশান্তি করতে গিয়ে রাজ্য সরকারের রিলিফই না বন্ধ হয়ে যায়'। আন্দোলনকারী শিক্ষকদের কার্যত হুঁশিয়ারি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। 

 

 নলবনে যুবকের গলাকাটা দেহ উদ্ধার !

নলবনে যুবকের গলাকাটা দেহ! লেদার কমপ্লেক্স থানার নলবনে গলাকাটা দেহ! আনন্দপুরের বাসিন্দা রাজা মণ্ডল নামে যুবকের দেহ উদ্ধার। সম্পর্কের টানাপোড়েনেই খুন বলে সন্দেহ পুলিশের। গলার নলি কেটে খুন, একাধিক ধারালো অস্ত্রের আঘাত। পিকনিক করার জন্য ডেকে মদের আসরে খুন, সন্দেহ পুলিশের। লেদার কমপ্লেক্সের কাঁটাতলার ১ বাসিন্দার খোঁজে পুলিশ। 

 

 পুলিশের শিক্ষক-শাসন, প্রতিবাদে পথে সেভ ডেমোক্রেসি ফোরাম

পুলিশের শিক্ষক-শাসন, প্রতিবাদে পথে সেভ ডেমোক্রেসি ফোরাম। মৌলালি থেকে মিছিল সেভ ডেমোক্রেসি ফোরামের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola