SSC Update: ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা? মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা

ABP Ananda Live: ভাতা পাবেন চাকরিহারা গ্রুপ সি ও ডি কর্মীরা? আজ মামলার রায় দেবেন বিচারপতি অমৃতা সিনহা। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ১৬-র ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের।

 

বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের

বিধানসভায় নজিরবিহীন রুলিং অধ্যক্ষের। মন্ত্রীর জবাবি ভাষণ না শোনায় কার্যবিবরণী থেকে বাদ বিজেপির সব বিধায়কের বক্তব্য। বিলে আলোচনায় অংশ নেওয়া সব বিধায়কের বক্তব্যের সবটাই বাদ, জানালেন অধ্যক্ষ। বিধানসভায় ২ দিন ধরে চলছে সেলস ট্যাক্স সংশোধনী বিলের উপর আলোচনা । গতকাল শঙ্কর ঘোষ দাবি করেন, বিল পড়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি
শঙ্কর জানিয়ে দেন, তাঁরা মন্ত্রীর বক্তব্য শুনবেন না। আজ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জবাবি ভাষণ দিতে ওঠামাত্র বিজেপি বিধায়করা বেরিয়ে যান। এটা অত্যন্ত অপমানজনক, এর একটা বিহিত হওয়া দরকার, মন্তব্য মন্ত্রী চন্দ্রিমার । এর পরই সব বিজেপি বিধায়কের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ স্পিকারের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola