SSKM Hospital:রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা

Continues below advertisement

ABP Ananda Live: ঠিক যেন উমা এল দেবীপক্ষে। নতুন সাফল্য পেল এসএসকেএম হাসপাতাল। রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। সুস্থ আছে শিশু, সুস্থ আছেন মা। মায়ের বোধনে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক মায়ের কোল আলো করে এল অন্য উমা। এসএসকেএম হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা।
রাজ্যে প্রথম এই সাফল্য এল কোনও সরকারি হাসপাতালে ।কোনও দম্পতির সন্তানধারণে সমস্যা হলে বেশিরভাগ সময় ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণের পরামর্শ দেন চিকিৎসকরা। এই পদ্ধতি কার্যকরি হলেও অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই কারণে ইচ্ছে থাকলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হন অনেকে।  এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram