Mamata Banerjee: ফের 'পিছন থেকে ধাক্কা' দেওয়া মন্তব্য নিয়ে ব্য়াখ্যা এসএসকেএম অধিকর্তার। ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee), এখন শারীরিক অবস্থা স্থিতিশীল। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল ও সন্তোষজনক। কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে, আজ ফের শারীরিক পরীক্ষা। ফের 'পিছন থেকে ধাক্কা' দেওয়া মন্তব্য নিয়ে ব্য়াখ্যা এসএসকেএম অধিকর্তার। পিছন থেকে ধাক্কা দেওয়ার অনুভূতির কথা বলা হয়েছিল, দাবি এসএসকেএম অধিকর্তার। আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছিল, দাবি মণিময় বন্দ্যোপাধ্যায়ের। 'পিছন থেকে ধাক্কার জন্য পড়ে গিয়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী', গতকাল মেডিক্য়াল বুলেটিনে মন্তব্য় এসএসকেএমের ডিরেক্টরের। পরে নিজের আগের মন্তব্য়ের ব্যাখ্যা দিতে গিয়ে, পুরনো অবস্থান থেকে কার্যত সরে আসেন মণিময় বন্দ্যোপাধ্যায়। 'মুখ্যমন্ত্রীকে পেছন থেকে শারীরিক ভাবে কেউ ধাক্কা মেরেছেন এটা বলতে চাইনি'। 'আসলে পড়ে যাওয়ার সময় মুখ্য়মন্ত্রীর মনে হয়েছিল, তিনি কোনও ধাক্কা খেয়েছেন' । 'শারীরিক অসুস্থতার কারণে অনেক সময় এরকম মনে হয়' , 'কিন্তু, আসলে সত্যি সত্যি কেউ তাঁকে ধাক্কা মারেনি' , এটা তাঁর মনে হয়েছিল, মন্তব্য এসএসকেএমের ডিরেক্টরের , মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা, গেলেন পুলিশ কমিশনার। ABP Ananda Live

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram