SamudraSathiPrakalpa:রাজ্য বাজেটে পাস হলেও আলোর মুখ দেখেনি সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প
ABP Ananda LIVE: রাজ্য বাজেটে (west bengal budget)পাস হলেও এখনও আলোর মুখ দেখেনি সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প(SamudraSathiPrakalpa)। পাশাপাশি, তালিকা তৈরিতেও বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য গত এপ্রিল-মে, দু’মাসে ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। অভিযোগ, এখনও পর্যন্ত তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। অর্ধসমাপ্ত তালিকাতেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। এর মধ্য়ে ১৫ জুন থেকে বন্ধ সমুদ্রসাথী পোর্টাল। ফলে আবেদন জানানোর প্রক্রিয়াও বন্ধ। সঙ্কটে সামুদ্রিক মৎস্যজীবীরা। নাম ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে, টাকা কবে মিলবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে বলে দায় এড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সামুদ্রিক বিভাগের মৎস্য আধিকারিক।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, হুমকি, জোর করে মেসেজ ডিলিট করানোর অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পুরসভার (Barrackpore Municipality)১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসূন সরকারের বিরুদ্ধে। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত এতটাই প্রভাবশালী যে, ভয়ে তিনি নোয়াপাড়া থানার পরিবর্তে ব্যারাকপুর মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। যুবতীর অভিযোগ, ২০২১-এ আলাপ হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করেন তৃণমূল কাউন্সিলর। বিয়ের জন্য চাপ দেওয়ায় গত ৮ জুন তাঁকে হুমকি দিয়ে সমস্ত মোবাইল মেসেজ ডিলিট করানো হয়। অভিযোগকারিণীর দাবি, এরপর সোশাল মিডিয়ার মাধ্যমে তৃণমূল কাউন্সিলরের একাধিক সম্পর্কের কথা তিনি জানতে পারেন। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেও সাড়া মেলেন। অভিযোগ ভিত্তিহীন, দাবি অভিযুক্তের পরিবারের।