Bus Fare Hike: বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে ভর্ত্‍‍সনা, ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের। Bangla News

বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে জরিমানা। রাজ্যকে ভর্ত্‍‍সনা করে ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট। বেসরকারি বাস ও মিনিবাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা দিতে ব্যর্থ রাজ্য। হলফনামা চেয়েও না পাওয়ায় পরিবহণ দফতরকে ভর্ত্‍‍সনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ‘কেন সময়ে হলফনামা দিতে পারল না পরিবহণ দফতর?’। ‘তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই?’। প্রশ্ন তুলল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola