Rehabilitation Centre: সংশোধনাগারে খোলা হল নেশামুক্তি কেন্দ্র, বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার

Continues below advertisement


State Government On Rehabilitation Centre: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের মাদকাশক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই প্রথম রাজ্যের দুই সংশোধনাগারে খোলা হল নেশামুক্তি কেন্দ্র।শুক্রবার নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধন হল প্রেসিডেন্স ও বারুইপুর সংশোধনাগারে। ভবিষ্যতে আরও একাধিক সংশোধনাগারে নেশামুক্তি কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী। কেউ বিচারাধীন বন্দি। কেউ সাজাপ্রাপ্ত। প্রতিদিন ছোট, বড় নানা অপরাধে অভিযুক্ত-দোষী সাব্য়স্ত, বহু মানুষ সংশোধনাগারে আসে। এরমধ্য়ে অনেকেই আবার মাদকাসক্ত। তাদের আসক্তির কারণে সমস্যায় পড়তে হয় জেল কর্তৃপক্ষকে। এবার এই সমস্যার সমাধান উদ্যোগী হল রাজ্য সরকার। প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে খোলা হল নেশামুক্তি কেন্দ্র। যা রাজ্য়ে প্রথম। এই দুই সংশোধনাগারের প্রায় ৯ শতাংশ বন্দি মাদকাশক্ত। নেশামুক্তি কেন্দ্রে সঠিক চিকিৎসা তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে মনে করছে সংশোধনাগার কর্তৃপক্ষ।কারামন্ত্রী ও আইজি কারার সঙ্গে নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারও। আগামী দিনে রাজ্যের আরও একাধিক সংশোধনাগারে নেশামুক্তি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ABP Ananda LIVE

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram