Rehabilitation Centre: সংশোধনাগারে খোলা হল নেশামুক্তি কেন্দ্র, বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার
State Government On Rehabilitation Centre: রাজ্যের বিভিন্ন সংশোধনাগারের মাদকাশক্ত বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এই প্রথম রাজ্যের দুই সংশোধনাগারে খোলা হল নেশামুক্তি কেন্দ্র।শুক্রবার নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধন হল প্রেসিডেন্স ও বারুইপুর সংশোধনাগারে। ভবিষ্যতে আরও একাধিক সংশোধনাগারে নেশামুক্তি কেন্দ্র খোলা হবে বলে জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী। কেউ বিচারাধীন বন্দি। কেউ সাজাপ্রাপ্ত। প্রতিদিন ছোট, বড় নানা অপরাধে অভিযুক্ত-দোষী সাব্য়স্ত, বহু মানুষ সংশোধনাগারে আসে। এরমধ্য়ে অনেকেই আবার মাদকাসক্ত। তাদের আসক্তির কারণে সমস্যায় পড়তে হয় জেল কর্তৃপক্ষকে। এবার এই সমস্যার সমাধান উদ্যোগী হল রাজ্য সরকার। প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে খোলা হল নেশামুক্তি কেন্দ্র। যা রাজ্য়ে প্রথম। এই দুই সংশোধনাগারের প্রায় ৯ শতাংশ বন্দি মাদকাশক্ত। নেশামুক্তি কেন্দ্রে সঠিক চিকিৎসা তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে মনে করছে সংশোধনাগার কর্তৃপক্ষ।কারামন্ত্রী ও আইজি কারার সঙ্গে নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারও। আগামী দিনে রাজ্যের আরও একাধিক সংশোধনাগারে নেশামুক্তি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। ABP Ananda LIVE