Chhok Bhanga 6 Ta: চোপড়ার ছায়া ফুলবাড়িতে, ফের সালিশির মাতব্বরি, দম্পতিকে মারধরের অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE: চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মারধরের ঘটনায় তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দাবি, চোপড়ার নিগৃহীতা অসামাজিক কাজ করছিলেন। সেই জন্যই গ্রামে সালিশি সভা বসে। এই ঘটনায় কিছু ভুল থাকলেও গ্রামে এরকম সালিশি সভা হয়। নিগৃহীতা ও তাঁর স্বামী এই নিয়ে কোনও অভিযোগও করতে চাননি। কোনও জবরদস্তিও হয়নি বলে দাবি করেছেন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান।

কয়েকজনের দুঃখ বুঝতে পারছি: প্রধানমন্ত্রী(PM Narendra Modi) । লোকসভায় (lok sabha)প্রধানমন্ত্রীর ভাষণের সময় লাগাতার স্লোগান বিরোধীদের।  দুর্নীতিতে জিরো টলারেন্সের আশ্বাস প্রধানমন্ত্রীর । তোষণের রাজনীতিকে জবাব দিয়েছে দেশ: প্রধানমন্ত্রী । 'রোজ রোজ হাজার হাজার কোটির দুর্নীতির খবর আসছে'। 'কয়লা-কেলেঙ্কারিতে(coal scam) অনেকের হাত কালো হয়ে গিয়েছে'। দেশকে ভিতর থেকে ধ্বংস করছে দুর্নীতি: প্রধানমন্ত্রী । দুর্নীতি-অস্ত্রে বিরোধীদের তীব্র আক্রমণে প্রধানমন্ত্রী। 'আগে যখন তখন হামলা চালাত জঙ্গিরা, চুপ থাকত সরকার'। এখন সার্জিক্যাল স্ট্রাইক, এয়ার স্ট্রাইক হয়: প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা লোপের প্রসঙ্গ টেনে বিরোধীদের জবাব প্রধানমন্ত্রীর। 'এখন কাশ্মীরে পাথরবৃষ্টি বন্ধ হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে'। '৩৭০ ধারা জম্মু-কাশ্মীরের অধিকার ছিনিয়ে নিয়েছিল'। 'কংগ্রেস জমানায় ১ টাকায় ৮৭ পয়সাই দুর্নীতি হত'।জনমত বোঝার চেষ্টা করুন, বিরোধীদের কড়া বার্তা মোদির।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram