Panchayat Guidelines: স্ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোথায় কীভাবে কাজ? সোমবার গাইডলাইন। ABP Ananda Live
পঞ্চায়েতে (Panchayat Election) পঞ্চায়েতে বোর্ড গঠন হয়ে গেছে। এবার কাজ শুরু করার পালা! পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে সোমবার গাইডলাইন (Guidelines) দিয়ে জানিয়ে দেওয়া হবে, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কোথায় কোথায় কীভাবে কাজ শুরু করা হবে। যে যে প্রকল্প বাকি আছে, বা স্থগিত রয়েছে, সেগুলি চালু করার জন্য নতুন বোর্ডকে সবুজ সংকেত দেওয়া হবে। যা নিয়ে আবার কটাক্ষ করেছে বিজেপি (BJP)। কাজ শুরু বলে কিছু নেই, সোমবার থেকেই কাটমানি পাঠাতে বলা হবে। মন্তব্য শমীক ভট্টাচার্যর।