Jobseekers Rally : গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলের অনুমতি সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

রাজ্য সরকারি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মিছিলের অনুমতি সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার আর্জি রাজ্যের। ওই রুটে একটিও মিছিলের অনুমতি দেওয়া হয়নি, জানাল রাজ্য। 
ওই অঞ্চলে বেশ কিছু স্কুল আছে, জানাল রাজ্য। 'অভিনব ভারতী, শ্রীশিক্ষায়তন, শাখাওয়াত মেমোরিয়াল, লা মার্টিনিয়র সহ আরও অনেক স্কুল আছে ওই অঞ্চলে। তাই ট্রাফিকের সমস্যা হবে', সওয়াল রাজ্যের। গত বুধবার ওই মিছিলের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। থিয়েটার রোড এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থল থেকে শুরু হবে মিছিল
'নিজাম প্যালেসের সামনে দিয়ে রবীন্দ্রসদন মোড় থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড হয়ে হাজরা মোড়ে এসে শেষ হবে মিছিল'। এই রুটের অনুমতি দেন বিচারপতি। আগামী ২৭ শে সেপ্টেম্বর দুপুর ১ মিছিলের অনুমতি দেওয়া হয়েছিল। যে স্কুলের কথা বলছেন, মিছিলের কারণে সেখানে কোনও প্রভাব পড়বে না', জানালেন বিচারপতি। নির্দিষ্ট একজন ব্যক্তির অফিস ওখানে আছে, তাই রাজ্যের এই আবেদন, সওয়াল মামলাকারীর। আবেদনপত্র ত্রুটিপূর্ণ, তাই এই আবেদন প্রত্যাহার করে নতুন করে মামলা বা হলফনামা দাখিলের নির্দেশ রাজ্যকে। কাল বেলা ১২ শুনানি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola