Mamata Banerjee: শপথ গ্রহণের পরও বজায় রইল রাজ্য়-রাজ্য়পাল সংঘাত। ABP Ananda Live
ABP Ananda Live: বিতর্ক জিইয়ে রেখেই বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী চার তৃণমূল প্রার্থী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শপথবাক্য পাঠ করালেন অধ্যক্ষ। লাইনে চলুন, বেলাইনে চলার চেষ্টা করবেন না। রাজ্যপালের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিক্রিয়া মেলেনি রাজভবনের।
বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠকে, বেআইনি আখ্যা দিয়ে সোমবার তাঁদেরকে চিঠি পাঠিয়েছে রাজভবন। সেই বিতর্কের আবহেই, মঙ্গলবার শপথ নিলেন বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের আরও চার প্রার্থী। রাজভবন নয়...সায়ন্তিকা, রেয়াতের মতো বিধানসভাতেই শপথ নিলেন মানিকতলার সুপ্তি পাণ্ডে, বাগদার মধুপর্ণা ঠাকুর, রানাঘাট দক্ষিণের মুকুটমণি অধিকারী এবং রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, তাঁদের শপথবাক্য পাঠ করালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। ফলে রাজভবনের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন জিইয়েই থাকল।রাজ্যপালকে এদিন তীব্র ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলব লাইনে চলুন। বেলাইনে চলার চেষ্টা করবেন না। আপনি কোনও রাজনৈতিক দলের প্রতি অনুগত হতে পারেন না। সংবিধান মেনে চলুন। বিধায়কদের শপথগ্রহণ স্পিকারই করান। আপনি বেআইনি ব্যাখ্যা দিলে চলবে না। আপনি নিজে সংবিধান মেনে চলছেন না, আপনার বিরুদ্ধে পেনাল্টি কে দেবে?