Vande Bharat: এনজেপিতে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি, আতঙ্কিত যাত্রীরা
ফের প্রশ্নের মুখে যাত্রী-সুরক্ষা। মালদার পরে এবার এনজেপিতে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর বৃষ্টি। ক্ষতিগ্রস্ত কামরার কাচ। আতঙ্কিত যাত্রীরা। NJP ইয়ার্ড এলাকায় দুই কোচে পাথর ছোড়ার ঘটনা ঘটে বলে জানিয়েছে রেল। FIR দায়ের করে তদন্ত শুরু করেছে RPF। ঘটনা নিয়ে আজ RPF-এর উচ্চপদস্থ কর্তারা বৈঠক করেন GRP-র সঙ্গে।
Tags :
Bangla News Bangla News Live Vande Bharat Bengali News ABP Ananda LIVE Howrah ABP Ananda Digital Jalpaiguri ABP Ananda ABP Ananda Bengali News Vande Bharat Express