Covid Restrictions: সংক্রমণের শৃঙ্খল ভাঙতে রাজপুর-সোনারপুর পুর এলাকায় বন্ধ বাজার

Continues below advertisement

করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে না আসায়, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় আজ থেকে তিনদিনের জন্য সমস্ত বাজার বন্ধ। পুরসভার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-একদিন আগে পুরসভা ও পুলিশের আধিকারিকরা মহকুমা শাসকের সঙ্গে বৈঠক করেন। সেখানেই বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।  রাজপুর-সোনারপুর পুরসভার ৩৫টি ওয়ার্ডে এখনও দেখা যাচ্ছে করোনার সংক্রমণ। আর সংক্রমণের শৃঙ্খল ভাঙ্গতেই সব দোকান, বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। সেখানে আপাতত বুধবার পর্যন্ত দোকান, বাজার বন্ধ থাকবে। 

বিধি মেনেই সোমবার গড়িয়া স্টেশনে সব দোকান, বাজার বন্ধ ছিল। সেখানে টহল দিচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশ। লাঠি হাতে গোটা বাজারে ঘুরছে পুলিশ। শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে। রাজপুর-সোনারপুর পৌরসভার ৩৫টি ওয়ার্ডের দোকানপাট বন্ধ রয়েছে। 

স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, রবিবার দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হন ১১৫ জন। শনিবার সংখ্যাটা ছিল ১১৮। শুক্রবার ১১২।  

আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হলেও উদ্বেগমুক্ত হওয়ার সময় আসেনি বলেই দাবি পুরসভার। রাজপুর-সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস জানান, 'যদিও সংক্রমণের হার কম, যাতে একেবারেই কমানো যায়, তাই এই সিদ্ধান্ত। দোকান খোলা যাবে না, মানুষ দোকানে যাবে না, মানুষের কাছে পৌঁছবে বাজার। তিনদিন দোকানবাজার সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram