Earthquake : জোরাল ভূমিকম্পে কাঁপল দিল্লি, উত্তর ভারত, অনুভূত হল কলকাতাতেও
Continues below advertisement
জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল দেশ (Earthquake)। দিল্লি-এনসিআরে (Delhi-NCR) বেশ জোরে কম্পন অনুভূত হয়েছে। কলকাতা ও সংলগ্ন এলাকাতেই অনুভূত হয়েছে মৃদু কম্পন। ভূকম্পন অনুভূত কলকাতাতেও। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (National Center for Seismology) সূত্রে জানা যাচ্ছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬ দশমিক ৪। ভূকম্পনের কেন্দ্রবিন্দু নেপাল (Nepal)। ১১.৩২ মিনিটে কম্পন অনুভূত হয় নেপালে। যারপর কয়েক মুহূর্তের মধ্যেই দিল্লি, বিহার, কলকাতা সহ একে একে বিভিন্ন জায়গাতে অনুভূত হতে শুরু করে কম্পন।
Continues below advertisement