Birbhum News: ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার পড়ুয়ার ক্ষতবিক্ষত দেহ, বাগুইআটি-কাণ্ডের ছায়া?
বাগুইআটিকাণ্ডের ছায়া এবার বীরভূমে। ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার নিখোঁজ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার ক্ষতবিক্ষত মৃতদেহ।পরিবারের অভিযোগ, গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন বছর উনিশের সৈয়দ সালাউদ্দিন ওরফে জয়। রাত ১২টা নাগাদ ছাত্রের মোবাইল ফোন থেকেই বাবাকে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে প্রথম ফোন আসে। পুলিশকে জানালে ছেলেকে ফিরে পাওয়া যাবে না বলে হুমকি দেওয়া হয়। মিনিট দশেকের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে হুমকি দেয় অপহরণকারীরা। এরপরই তদন্তে নামে মল্লারপুর থানার পুলিশ। টাওয়ার লোকেশন ট্র্যাক করে ইলামবাজার থেকে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার বন্ধু শেখ সলমনকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে রাত সাড়ে ৩টে নাগাদ ইলামবাজারের জঙ্গল থেকে উদ্ধার হয় ছাত্রের মৃতদেহ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মদের বোতল, বিরিয়ানির প্যাকেট, চিপসের প্যাকেট
Tags :
Bangla News Bangla News Live Student Death Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Birbhum Ilambazar