South Kolkata News : থিয়েটারের রিহার্সাল চলাকালীন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

Continues below advertisement

ABP Ananda LIVE | ভরসন্ধেয় দক্ষিণ কলকাতার একটি স্কুলে । থিয়েটারের রিহার্সাল চলাকালীন ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল ষাটোর্ধ্ব এক থিয়েটার কর্মীর বিরুদ্ধে। অভিযোগ, শনিবার মায়ের সঙ্গে রিহার্সালে যান ওই ছাত্রী। অভিযোগ, রিহার্সাল চলার মধ্য়েই ছাত্রীকে শ্লীলতাহানি করে এক থিয়েটার কর্মী। ঘটনায় গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরও খবর...

SIR ইস্যুতে উত্তপ্ত লোকসভা, সরকার ও বিরোধী পক্ষের বাগযুদ্ধ। SIR -এর পক্ষে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, 'কোনও অবস্থাতেই অনুপ্রবেশকারীদের ভারতে স্থান দেওয়া হবে না'। 'অনুপ্রবেশের জন্য অমিত শাহের মন্ত্রকই দায়ী। অনুপ্রবেশকারীরা ঢুকল কী করে? BSF তো অমিত শাহর অধীনে', পাল্টা তৃণমূল। স্বরাষ্ট্রমন্ত্রককে নিশানা করে আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়ের। 'বাংলাদেশের সঙ্গে ভারতের ২২১৬ কিলোমিটার এলাকা সীমান্ত। ১৬৫৩ কিলোমিটার বেড়া দেওয়া হয়েছে, উন্মুক্ত ৫৬৩ কিলোমিটার। উন্মুক্ত ৫৬৩ কিলোমিটার সীমান্তের পুরোটাই পশ্চিমবঙ্গে। শুধুমাত্র বাংলার সীমান্তেই বেড়া সম্ভব হয়নি', পাল্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

গীতাপাঠের অনুষ্ঠানে 'চিকেন প্যাটিস বিক্রি'! মারধরের অভিযোগে গ্রেফতার ৩। পুলিশের হাতে গ্রেফতার সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী। ধৃত সৌমিক গোলদার উত্তর ২৪ পরগনার গোবরডাঙার বাসিন্দা। হুগলির উত্তরপাড়ার তরুণ ভট্টাচার্য ও অশোকনগরের স্বর্ণেন্দু চক্রবর্তী গ্রেফতার। ভাইরাল ফুটেজ খতিয়ে দেখে ৩ জনের খোঁজ, খবর পুলিশ সূত্রে। ৭ ডিসেম্বর: গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মারধরের অভিযোগ। ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধর, স্টল ভাঙচুরের অভিযোগ। প্যাটিস বিক্রেতাকে মার, ময়দান থানায় অভিযোগ দায়ের করে সিপিএম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola