NewTown Youth Death: নিউটাউনে পড়ুয়া খুন, রেস্তোরাঁ মালিকের বাড়ির খাটের নীচে থাকা সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ | ABP Ananda LIVE
নিউটাউনে পড়ুয়া খুন, রেস্তোরাঁ মালিকের বাড়ির খাটের নীচে থাকা সুটকেস থেকে উদ্ধার হল মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, পড়ুয়ার মুখে প্লাস্টিক জড়িয়ে সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। ঘটনায় গৌতম সিংহ নামে ওই রেস্তোরাঁর মালিক ও তাঁর বন্ধু পাপ্পু ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।